হকির বিশ্বকাপে অস্ট্রেলিয়া-কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৮ জুন ২০২৫

প্রথমবারের মতো হকির জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে রেকর্ড গড়েছে বাংলাদেশ। আগামী নভেম্বর-ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে হবে ২৪ দেশের এই প্রতিযোগিতা। দলগুলো খেলবে ৬ গ্রুপে ভাগ হয়ে।

আজ (শনিবার) সুইজারল্যান্ডের লুজানে হয়েছে জুনিয়র বিশ্বকাপের ড্র। বাংলাদেশ পড়েছে 'এফ' গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। ৬ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। শক্তিশালী প্রতিপক্ষ থাকায় বাংলাদেশ কতদূর যেতে পারবে সেটাই প্রশ্ন।

'এ' গ্রুপে আছে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও আয়ারল্যান্ড, 'বি' গ্রুপের চার দেশ হচ্ছে-ভারত, পাকিস্তান, চিলি, সুইজারল্যান্ড, 'সি' গ্রুপের চার দেশ হচ্ছে-আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, জাপান, চীন, 'ডি' গ্রুপের চার দেশ হচ্ছে-স্পেন, বেলজিয়াম, মিশর, নামিবিয়া, 'ই' গ্রুপের চার দেশ হচ্ছে-নেদারল্যান্ডস, মালয়েশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড এবং 'এফ' গ্রুপে ফ্রান্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।