নতুন ক্লাবে যাচ্ছেন ফ্যালকাও


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

কলম্বিয়ান ফরোয়ার্ড রামাদেল ফ্যালকাও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খুব একটা সুখে নেই। এছাড়া নিয়মিত ক্লাবটির হয়ে খেলতে না পারায় খুশি নন তিনি। তাই আগামী মৌসুমে নতুন ক্লাবে এই তারকা যোগ দেবেন বলে জানিয়েছেন তার এজেন্ট হোর্হে মেন্ডিস।

গত সেপ্টেম্বরে ফ্রান্সের মোনাকো থেকে ৬ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে নাম লিখিয়েছেন ফ্যালকাও। যদিও চোটের জন্য খেলতে পারেননি ক্লাবটির হয়ে। সব ধরনের প্রতিযোগিতা মিলে এখন অবধি খেলেছেন ৮টি ম্যাচ। গোল করেছেন ৩টি। কিন্তু এতে ফ্যালকাও সন্তুষ্ট নন বলে নিশ্চিত করেছেন তার এজেন্ট।

মেন্ডিস জানান, জানি না কি হতে যাচ্ছে। তবে আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবে খেলবেন ২৮ বছর বয়সী ফুটবলার ফ্যালকাও। এটা আমি নিশ্চিত করেই বলছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।