রোনালদোর ছেলের পছন্দ মেসি


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

ক্রিস্তিয়ানো রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর রিয়াল মাদ্রিদ তারকার ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়র কিনা সেই মেসিরই ভক্ত। বার্সেলোনা তারকাকে তার খুদে ভক্তের খবরটি দিয়েছেন রোনালদো নিজেই।

সোমবার রাতে জুরিখে ফিফা-ব্যালন ডি`অর অনুষ্ঠান শেষে আড্ডা দিচ্ছিলেন রোনালদো আর তার ছেলে। সেখানেই ছেলেকে মেসিকে দেখিয়ে দেন রোনালদো। এরপর মেসি আর ক্রিস্তিয়ানো জুনিয়রের আলাপ হয়।

মেসির সঙ্গে কুশল বিনিময়ের সময় রোনালদো তাকে জানান, ক্রিস্তিয়ানো জুনিয়র আর্জেন্টিনার তারকার ভক্ত।

সে ইন্টারনেটে একটি ভিডিওতে আমাদের সবাইকে দেখে এবং মেসি নিয়ে কথা বলে। চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি ক্রিস্তিয়ানো জুনিয়রের সঙ্গে কথা বলেন। তার দিনকাল কেমন চলছে, সেটাও জিজ্ঞেস করেন।

সোমবার মেসি ও মানুয়েল নয়ারকে পেছনে ফেলে তৃতীয়বারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন রোনালদো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।