দশকের সেরা খেলোয়াড় মেসি


প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

রোনালদোকে পেছনে ফেলে দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সা তারকা লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী জার্মান কোচের মতে দশকের ব্যালন ডি`অরটা লামের প্রাপ্য। এমন মন্তব্যের পরই ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম এ বিষয়টি নিয়েই একটি পাঠক জরিপ চালিয়েছে।

ফিফা ব্যালন ডি’অর ২০১৪ তে রোনালদোর কাছে হারালেও দর্শকদের ভোটে দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম এ বিষয়টি নিয়েই একটি পাঠক জরিপ চালালে পাঠকদের দেওয়া ভোটের ফলাফলে উঠে এসেছে লিওনেল মেসির নাম।
দর্শকদের মধ্যে  ৩৯.৭ শতাংশই ভোটারই  মনে করেন,গত এক দশকের পারফরম্যান্সের ভিত্তিতে আর্জেন্টাইন তারকাই এর যোগ্য। সর্বশেষ দু`বার ফিফার বর্ষসেরার খেতাব জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে মত দিয়েছেন ২৯.৪ শতাংশ অংশগ্রহণকারী।

এর মধ্যে তৃতীয় হতে গিয়ে ফরাসি স্ট্রাইকার থিয়েরি হেনরি পেয়েছেন ৬.৪ শতাংশ ভোট। আর ফিফার ২০১৪ সালের বর্ষসেরা কোচ লো`র সঙ্গে একমত হয়েছেন ৩.৩ শতাংশ ভোটার। তালিকায় লামের অবস্থান পঞ্চম। সেরা দশের চতুর্থ স্থানে আছেন জুভেন্তাস ও এসি মিলানে খেলা ইতালির আন্দ্রে পিরলো (৩.৪%)। ষষ্ঠ থেকে দশম স্থানে আছেন যথাক্রমে পল স্কোলস (ইংল্যান্ড ২.৫%), স্টিভেন জেরার্ড (ইংল্যান্ড ২.৩%),ইব্রাহিমোভিচ (সুইডেন ২.১%),ফ্রান্সেসকো টট্টি (ইতালি ২.১%) এবং ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (ইংল্যান্ড ১.৬%)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।