ওয়ার্ল্ড হকি লীগে বাংলাদেশের জয়


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আমেরিকার দল মেক্সিকোকে ৬-১ গোলে হারিয়েছে তারা।

রোববার লাল-সবুজ পতাকাধারীদের পক্ষে সারোয়ার ৩টি, জিমি ২টি ও চয়ন ১টি গোল করেন। এর আগে গতকাল শনিবার ওয়ার্ল্ড হকি লিগে পুল ‘বি’এর খেলায় নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।