জয়ের কক্ষপথে রিয়াল


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর হতভম্ব হয়ে পড়েছিল রিয়ালের সমর্থকরা। তাদের মাথায়ই ধরছিল না, এমন কী হলো যে, এতবড় ব্যবধানে নগর প্রতিদ্বন্দীদের কাছে হারতে হবে। তবে সেই পরাজয়ের শোক ভুলে আবারও জয়ের কক্ষপথে ফিরতে পেরেছে স্প্যানিশ জায়ান্টরা। শনিবার রাতে নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোসরা।

রিয়াল জয়ে ফিরলেও গত ম্যাচের মতোই এ ম্যাচেও নিস্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে, ফরাসি তারকা করিম বেনজেমা এবং স্প্যানিশ সেনসেশন ইসকোর গোলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা দলটি।

বার্নাব্যুতে খেলার ২২ মিনিটে প্রথম গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ইসকো। এরপর দীর্ঘক্ষণ আর কোন গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। শেষ পর্যন্ত ৭৩ মিনিটে গিয়ে দলের হয়ে দ্বিতীয় গোলের দেখা পান করিম বেনজেমা। ক্রিশ্চিয়ানো রোনালদোর করা থ্রু থেকেই বল পান বেনজেমা। এরপর বক্সের মাঝ প্রান্ত থেকে বাম পায়ের দুর্দান্ত এক শটে বল দেপোর্তিভোর জালে জড়ান ফরাসি প্রতিভা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।