ভিলিয়ার্স, তাহিরে কাছে গেইলদের পরাজয়


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স আর স্পিনার ইমরান তাহিরের জাদুতে উড়ে গেল গেইল বাহিনী।  ৪০৯ রানের জয়ের টার্গেটে নেমে ১৫১ রানেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস। ফলে, দ. আফ্রিকা ২৫৭ রানের বিশাল জয় তুলে নিয়েছে। ইমরান তাহির একাই তুলে নেন ক্যারিবীয়দের ৫টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া দ. আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৪০৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে ব্যাটিং শুরু করতে ক্রিজে আসেন ক্রিস গেইল এবং ডোয়াইন স্মিথ।

ইনিংসের দ্বিতীয় ওভারে কাইল অ্যাবোটের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গত ম্যাচের নায়ক ক্রিস গেইল। নিজের পরের ওভারে আক্রমণে এসে মারলন স্যামুয়েলকেও ফেরান অ্যাবোট।

ইনিংসের শুরুতে গেইল আর স্যামুয়েলসকে হারিয়ে সাময়িক চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে, সেই চাপকে সামলে উঠার চেষ্টা চালান স্মিথ এবং কার্টার। মরকেলের বলে ভিলিয়ার্সের তালুবন্দি হয়ে বিদায় নেন কার্টার। আর ইমরান তাহির ফেরান স্মিথ আর লেনডন সিমন্সকে। দলীয় ৫৩ রানেই টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

ইমরান তাহিরের করা দলীয় ১৮তম ওভারে আরও দুই উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ ওভারে ড্যারেন স্যামি ৫ ও আন্দ্রে রাসেল শুন্য রানে আউট হন।

দলীয় ৫৩ রানেই ক্যারিবীয়দের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। গেইল, স্যামুয়েলস, সিমন্স, কার্টার আর স্মিথকে বিদায় করে প্রোটিয়ারা।

২২ রানের একটি ছোট্ট ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ইউকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন। ইমরান তাহিরের বলে রামদিন বোল্ড হলে ক্যারিবীয়রা তাদের অষ্টম উইকেট হারায়।

এর আগে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রোটিয়া দলপতি ডি ভিলিয়ার্স নির্ধারিত ৫০ ওভারে দলকে এনে দেন রানের পাহাড়। ৬৬ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেন ভিলিয়ার্স। এছাড়া ৬৫ রান করেন ওপেনার হাশিম আমলা, ৬২ রান করেন ফাফ ডু প্লেসিস এবং রিলে রোসো করেন ৬১ রান।

এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে ব্যক্তিগত ২০তম শতক হাঁকান ডি ভিলিয়ার্স। মাত্র ৫২ বলে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। ভিলিয়ার্সের ১৬২ রানের ইনিংসে ছিল ১৭টি চার আর ৮টি ছক্কা।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।