ওপেনিং জুটি নিয়ে চিন্তিত টাইগাররা
কোয়ার্টার ফাইনালে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে একটি জায়গা নিয়ে অস্বস্তিতে ভুগছেন মাশরাফিরা। অস্থিরতার সেই জায়গার নাম ওপেনিং জুটি।
বিশ্বকাপে এখন পর্যন্ত চরম অস্থিরতায় ভুগছেন ওপেনাররা। এনামুল হক ইনজুরিতে পড়ার আগেও তামিম ও এনামুল ভালো শুরু করতে পারেননি। ইমরুল কায়েস যোগ দিয়েও ওপেনিং জুটির বিমর্ষ চেহারা পরিবর্তন করতে পারেননি। তাই টিম ম্যানেজমেন্টের ভাবনার কেন্দ্রবিন্দু ওপেনিং জুটি।
বিশ্বকাপ না হলে হয়তো এ জায়গায় পরিবর্তন করা যেত। কিন্তু কোয়ার্টার ফাইনালের এই স্টেজে এসে পরীক্ষার কোনো সুযোগ নেই। তাই মেলবোর্নে ভারতের বিপক্ষে তামিম ও কায়েসই ওপেন করবেন- এটা মোটামুটি নিশ্চিত।
শেষ চারে যাওয়ার লড়াইয়ে প্রত্যেকটি দলই প্রস্তুতি নিচ্ছে। বলা হয়ে থাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিশ্বকাপের আসল লড়াই শুরু হয়। কারণ, এমন এক স্টেজ এটি যে, একটু ভুল পুরো বিশ্বকাপ থেকে ছিটকে দেবে। তাই প্রত্যেকটি দলই সাবধানী। সাবধানী ভারতও।
কারণ, আগের অভিজ্ঞতা বলছে বাংলাদেশ তাদের কাছে মোটেও সহজতর দল নয়। ইতোমধ্যে মেলবোর্নে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। আজ থেকে প্রস্তুতি করবে টাইগাররাও।১৯ মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে বাংলাদেশ-ভারত।
এমআর/এমএস