সবাইকে ছাড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো


প্রকাশিত: ০৬:১৩ এএম, ১৬ মার্চ ২০১৫

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে অনুসারী সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারকাদের মধ্যে শীর্ষে উঠতে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড পেছনে ফেলেছেন জনপ্রিয় পপ তারকা শাকিরাকে। অনলাইন সামাজিক যোগাযোগের এই মাধ্যমে পর্তুগিজ এই ফরোয়ার্ডের পেইজে গত শনিবার পর্যন্ত `লাইক` দিয়েছেন মোট ১০ কোটি ৭০ লাখ ৯৬ হাজার ৩৫৬ জন ফেসবুকে ব্যবহারকারী।


আর কলম্বিয়ার তারকা শাকিরার অনুসারী ১০ কোটি ৭০ লাখ ৮৭ হাজার ১০০। ২০০৯ সালে রোনালদো ফেসবুকে যোগ দেয়ার পর থেকে গত অক্টোবরে প্রথম ক্রীড়া তারকা হিসেবে তার অনুসারী ১০ কোটি ছাড়িয়ে যায়।


মাঠের লড়াইয়ে রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অ্যাথলেটদের মধ্যে এখানেও আছেন পর্তুগিজ এই তারকার সেরা প্রতিদ্বন্দ্বী হিসেবে। ফেসবুকে আর্জেন্টিনা অধিনায়কের অনুসারী ৭০ কোটি ৮০ লাখ।


ক্রীড়া তারকাদের মধ্যে টুইটারেও রোনালদোর অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি; ৩ কোটি ৪০ লাখ। তবে সব ক্ষেত্রের তারকাদের মধ্যে করা এই তালিকায় ত্রয়োদশ স্থানে আছেন রোনালদো।


এই তালিকার শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের সঙ্গীত শিল্পী কেটি পেরি, তার অনুসারীর সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।