বাংলাদেশ-ভারত ম্যাচের ১০টি তথ্য


প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৭ মার্চ ২০১৫

আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার মেলবোর্নে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেই শুধু নয়, অন্যতম বিশ্বকাপ ফেভারিটও বটে। পুল বি-এ গ্রুপ পর্বে ৬ টি ম্যাচের প্রতিটি জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ভারত।

অন্যদিকে পুল-এ এর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ৩টি ম্যাচে জিতে শেষ আটে নিজের জায়গা তৈরি করেছে বাংলাদেশ। বাংলাদেশ বনাম ভারত ম্যাচে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে অস্ট্রেলিয়া বা পাকিস্তানের মুখোমুখি হতে পারে।

তবে সবকিছু ছাপিয়ে সবার চোখ এখন ১৯ তারিখের দিকে।
ভারত-বাংলাদেশের ক্রিকেট নিয়ে ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো নিচে-

১. এই প্রথমবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে। এর আগে গ্রুপ স্তরে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছে।

২. বিশ্বকাপে ভারত-বাংলাদেশের জয়ের সংখ্যা ১-১। ২০০৭ সালে সবাইকে চমকে দিয়ে ভারতকে প্রথম রাউন্ডেই বাড়ি পাঠানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ২০১১ সালে সেই হারের শোধ তোলে ধোনি’র নেতৃত্বাধীন ভারতীয় দল। ২০১১ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।

৩. প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে ২০১১ সালে ঢাকায় একই ম্যাচে ভারতের তরফে ২ টি শতরান করার রেকর্ড রয়েছে। একটি বীরেন্দ্র শেবাগের ১৭৫ রান, অন্যটি বিরাট কোহলির ১০০।

৪. ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে ৩ বলে শূন্য রান করে আউট হন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালে তিনি বাংলাদেশ ম্যাচে ব্যাট করেননি।

৫. বাংলাদেশের কোনও খেলোয়াড় ভারতের বিরুদ্ধে শতরান করতে পারেনি বিশ্বকাপে। ২০১১ সালে তামিম ইকবালের ৭০ রানই বাংলাদেশের ব্যাটসম্যানের সেরা।

৬. ২০১১ সালে বিশ্বকাপের অভিষেক ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৮৩ বলে ১০০ রান করেছিলেন বিরাট কোহলি।

৭. বাংলাদেশ দলের এমন ৬ জন খেলোয়াড় আছেন যারা এবারের পাশাপাশি ২০১১ সালেও বিশ্বকাপ খেলেছিলেন। তামিম, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ এবং রুবেল হোসেন। ভারতের ক্ষেত্রে এই সংখ্যাটি মাত্র ২। ধোনি এবং কোহলি।

৮. একদিনের ম্যাচের ক্ষেত্রে ২৯ বারের মধ্যে মাত্র ৩ বার ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। ২৪টিতে জয়ী হয়েছে ভারত। ২ টি ম্যাচের ফল অমীমাংসিত রয়ে গেছে।

৯. অস্ট্রেলিয়ায় এই প্রথম ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল মুখোমুখি হতে চলেছে।

১০. ২০১২ সালে এশিয়া কাপে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচটি উল্লেখযোগ্য এ কারণে যে, এই ম্যাচেই নিজের একশোতম সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার (১৪৭ বলে ১১৪ রান)

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।