স্লেজিংয়ের জবাব দিতে প্রস্তুত ভারতীয়রা


প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৩ মার্চ ২০১৫

অস্ট্রেলিয়ানরা স্লেজিংয়ের জন্য ক্রিকেটবিশ্বে খ্যাত। একদশক আগেও এই বিভাগে নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী ছিল অজি খেলোয়াড়রা। তবে এখন ভারতীয় খেলোয়াড়রাও কম যান না। ম্যাক্সওয়েল, ওয়ার্নাররা স্লেজিং, কটূক্তি করলে ভারতের পক্ষেও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা।

এমনিতেই ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অথবা অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক সেভাবে স্লেজিংয়ে ধারেকাছে দিয়ে যান না। তবে ভারতীয় শিবির আশঙ্কা করছে ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মিচেল জনসন ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড়রা কড়া স্লেজিং চালাতে পারেন সেমিফাইনাল ম্যাচ চলাকালীন। সেই হিসেবে তৈরি রয়েছেন কোহলি, রোহিত, ধাওয়ানরা।

আইপিএল শুরু হওয়ার পর আরও বেশি করে বন্ধুত্ব তৈরি হয়েছে খেলোয়াড়দের মধ্যে। তাই বলে বিশ্বকাপের মতো মঞ্চে কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি তাই স্লেজিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সিডনির সেমিফাইনালে।

ম্যাক্সওয়েল যেমন বলেই দিয়েছেন যে, আইপিএলে খেলে ভারতীয়রা তাঁর সত্যিকারের বন্ধু হয়ে উঠলেও এই ম্যাচে আক্রমণাত্মক ভাবেই সামনে আসবেন তাঁরা। মনে করবেন যে শত্রুপক্ষের বিপক্ষে মাঠে নেমেছেন যাতে আসল খেলাটা বেরিয়ে আসে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।