ওয়েস্ট ইন্ডিজের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আর্থার


প্রকাশিত: ১০:৩১ এএম, ২৪ আগস্ট ২০১৪

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মিকি আর্থার৷ চলতি সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ কোচের পদ থেকে অপসারিত হয়েছেন ওটিস গিবসন৷ তারপর থেকেই আর্থারের নাম উঠে আসছে৷এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব সামলিয়েছেন আর্থার৷

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড-এর সিইও মাইকেল মুরহেডের বক্তব্য  এমন যে, তারা কোচের জন্য অনেকের সঙ্গেই কথাবার্তা বলছেন৷যদিও এখনো কোনো সিদ্ধান্তে আসেনি ওয়েস্ট ইন্ডিজ বোর্ড৷

আসন্ন বাংলাদেশ সিরিজে ক্যারিবিয়ান ম্যানেজার রিচি রিচার্ডসনই সম্ভবত অন্তর্বর্তী ম্যানেজার হিসাবে দলের দায়িত্ব সামলাবেন৷ আপতত তার উপরেই আস্থা রাখছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড৷

২০১২ সালে গিবসনের কোচিংয়েই টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ তবে দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্যই তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।