বিকেলে মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় ওয়ানডেতে আজ বিকেলে সাউদাম্পটনের রোজবোলে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৭২ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। আজ জিততে পারলেই সিরিজ নিজেদের করে ফেলবে ইয়ন মরগ্যানের দল।
অন্যদিকে আজ ইউরোপে বসছে যেন ফাইনালের মেলা। এক স্প্যানিশ কোপা ডেল রে ছাড়া বাকি সবগুলো বড় বড় লিগের দেশে বসছে কাপ ফাইনালের আসর। ইংল্যান্ডে এফএ কাপ, জার্মানিতে জার্মান কাপ কিংবা ফ্রান্সে ফ্রেঞ্চ কাপ। কে জিতবে? চোখ রাখুন টিভিতে।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২য় ওয়ানডে
সরাসরি, বিকাল ৪টায়
স্টার স্পোর্টস ১
এফএ কাপ ফাইনাল : আর্সেনাল-চেলসি
সরাসরি, রাত ১০.৩০টা
সনি সিক্স, সনি ইএসপিএন ও টেন ১
সিরি আ
বোলোনিয়া-জুভেন্তাস
সরাসরি রাত ১০টা
টেন ২
আটলান্টা-শিয়েভো
সরাসরি, রাত ১০টা
টেন ৩
জার্মান কাপ : ফাইনাল
ফ্রাঙ্কফুর্ট-ডর্টমুন্ড
সরাসরি, রাত ১২টা
টেন ২
ফ্রেঞ্চ কাপ : ফাইনাল
পিএসজি-অ্যাঁজা
সরাসরি, রাত ১টা
নিও প্রাইম
ব্যাডমিন্টন :সুদিরমান কাপ
সরাসরি, সকাল ৮টা এবং বেলা ২টা
স্টার স্পোর্টস ২
ফর্মুলা ওয়ান বাছাই : মোনাকো গ্রাঁ প্রি
সরাসরি, সন্ধ্যা ৬টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২
আইএইচএস/এমএস