জীবন-রুবেলে সেমিতে আবাহনী


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৬ মে ২০১৭

এএফসি কাপে বেঙ্গালুরু এফসির বিপক্ষে দর্শনীয় এক গোল করে আলোচনায় এসেছিলেন রুবেল মিয়া। চট্টগ্রাম আবাহনী থেকে এ মৌসুমে ঢাকা আবাহনীতে যোগ দেয়া তরুণ ফরোয়ার্ড ফেডারেশন কাপেও দলকে জেতানোয় রাখছেন বড় ভূমিকা। তিন ম্যাচে ২ গোল করে আকাশি-হলুদদের নির্ভরতার প্রতীক হয়ে উঠছেন তিনি। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ব্রাদার্সের বিরুদ্ধে আবাহনীর ২-১ গোলের জয়ের একটি করেছেন রুবেল। অন্যটি নাবীব নেওয়াজ জীবনের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে যোগ দল হিসেবেই জিতেছে আবাহনী। দুই অর্ধে দুই গোল করে সহজ জয় নিয়েই শেষ চারে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার দৌঁড়ে আবাহনীর চাই আর দুই ম্যাচ জয়। যার প্রথমটির প্রতিপক্ষ শেখ জামাল। সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন জামালের বিপক্ষে আবাহনী খেলবে ২ জুন।

২-০ গোলের জয় নিয়ে আবাহনী যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ইনজুরি সময়ে ফলটা ২-১ করে ব্রাদার্সের আফ্রিকান ফরোয়ার্ড সিও জুনাপিও। এর আগে ৪৩ মিনিটে সোহেল রানার পাস থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন নাবীব নেওয়াজ জীবন এবং ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রুবেল। আবাহনীর দ্বিতীয় গোলটি হয়েছে ব্রাদার্সের ডিফেন্ডার আকরামুজ্জামান লিটনের পা হয়ে। রুবেলের শট লাইন অতিক্রম করার সময় ক্লিয়ার করতে গিয়ে লিটন নিজেদের জালই জড়িয়ে দেন।

শনিবার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

আরআই/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।