শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৭ জুলাই ২০১৫

খুব সাদামাটা ভাবেই ক্যারিয়ার শুরু হয়েছিলো মহেন্দ্র সিং ধোনির। পরিশ্রম, অধ্যবসায় ও ক্রিকেটের প্রতি ভালোবাসাই আজ তাকে বিপুল তারকাখ্যাতি এনে দিয়েছে। কয়েক বছর ধরে তার ক্যারিশমেটিক নেতৃত্বে এগিয়ে চলছে ভারতীয় ক্রিকেট। আজ  মহেন্দ্র সিং ধোনির জন্মদিন । আজ ৩০ বছরে পা দিলেন এই সফল অধিনায়ক। ১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্ম গ্রহণ করেন ভারতীয় এই ক্রিকেট তারকা।

২০০৪-০৫ এ বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছিলো ধোনির। কিন্তু শুরুটা ছিল একেবারে বাজে। রান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন বিনা রানেই। তবে লড়াকু এই ক্রিকেটার নিজের লক্ষ্যকে ভুলে যাননি। এরপর পাকিস্তানের বিপক্ষে ১২৩ বলে ১৪৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলে সবার নজরে পড়েন। তারপর থেকে শুধুই এগিয়ে চলা।

২০০৮ ও ২০০৯ সালে আইসিসি প্লেয়ার অব দ্যা ইয়ারে ভূষিত হন তিনি। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এই সম্মান অর্জন করেন। অধিনায়ক হিসেবে তার নেতৃত্বেই ২০০৭ সালে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কাপ জয়, ২০০৮ সালে বোর্ডার-গাভাস্কার ট্রফি এবং ২০১১ সালের বিশ্বকাপ জয় করে ভারত।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।