গ্রেফতার আতংকে দিন কাটছে সেপ ব্লাটারের


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ০৭ জুলাই ২০১৫

দুর্নীতির অভিযোগে ফিফার বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের নামেও দুর্নীতির অভিযোগ আছে। এ কারণে রীতিমতো গ্রেফতার আতংকে দিন কাটছে  তার। গ্রেফতারের ভয়ে জন্মভূমি সুইজারল্যান্ড থেকে বের হতে চাচ্ছেন না ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

গ্রেফতার আতংক তার মধ্যে এতটাই কাজ করেছে যে, নারী বিশ্বকাপের ফাইনালে পর্যন্ত যাননি ব্লাটার। এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, আমেরিকান কর্মকর্তাদের হেফাজতে যেতে আমার ভয় হয়। তাই কানাডায় নারী বিশ্বকাপের ফাইনালে ম্যাচে যাওয়ার ঝুঁকি নেইনি।

তিনি বলেন, আমেরিকানরা আমার বিপক্ষে অভিযোগ আনলেও তার জন্য আমি চিন্তিত নই। কিন্তু আমাকে গ্রেফতার করলে জনমনে বিরূপ প্রভাব পড়বে।

সুষ্ঠু সমাধানের অপেক্ষায় থাকা ব্লাটার বলেন, যতক্ষণ পর্যন্ত না সবকিছুর সুষ্ঠু সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বিদেশ ভ্রমণে যাব না। আমি আশঙ্কা করছি সুইজারল্যান্ডের বাইরে গেলে আমাকে গ্রেফতার করা হতে পারে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।