তামিমের পর সাকিবেরও সেঞ্চুরি


প্রকাশিত: ০৭:২৮ এএম, ০৪ নভেম্বর ২০১৪

চুপ করে বসে থাকার মানুষ নন সাকিব আল হাসান! এক প্রান্তে যখন তামিম শতক হাঁকিয়েছেন অন্যপ্রান্তে সাকিব বসে থাকবেন এমনটি মনে করাও দায়!

নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা টেস্টে ফিরেন সাকিব। প্রথম টেস্টে বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। দুই ইনিংসে করেন মাত্র ২০ রান(৫+১৫)। দৃশ্যপট পাল্টে গেল নিজ মাটিতে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বন্ধু তামিমের মতো জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার প্রথম শতক। তবে ক্যারিয়ারের তৃতীয় শতকের জন্যে তাকে ১৯ ইনিংস অপেক্ষা করতে হলো। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রান করেন। এরপর আর তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি মাগুড়ার এই তারকা।  

এ সময়ে একাধিকবার শতকের কাছাকাছি পৌঁছে গেলে্ও শতক পাওয়া হয়নি তার। সর্বোচ্চ ৯৭ রান করেন খুলনাতেই। ২০১২ সালে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ রান করেন বাহাতি এই ব্যাটসম্যান। এছাড়া ২০১২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৯ ও ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ রান করেন।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।