ইমরান খান ও মিয়াঁদাদের পাশে মিসবাহ


প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৪ নভেম্বর ২০১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজটি পাকিস্তান হয়তো অনেক দিন মনে রাখবে। কারণ, এই এক সিরিজে অনেকগুলো রেকর্ড গড়েছে পাকিস্তানের খেলোয়াড়রা। পাশাপাশি আইসিসি র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে পাকিস্তানের। তবে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি হাঁকানো মিসবাহ-উল-হক ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদ ও ইমরান খানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে ১৪টি টেস্ট ম্যাচ জিতে তিনি মিঁয়াদাদ ও ইমরান খানের পাশে নামে লেখান।

এর আগে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ টেস্ট অধিনায়ক হিসেবে ১৪টি টেস্ট ম্যাচ জিতেছিলেন। মিসবাহও সোমবার সিরিজ জয়ের মধ্যে দিয়ে ১৪টি টেস্ট ম্যাচ জয় তুলে নেন। তবে সাফল্যের হারে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে দিয়েছেন মিসবাহ। ইমরান খান ১৪ ম্যাচ জিতেছিলেন ৪৮ ম্যাচে, মিয়াঁদাদকে অপেক্ষায় থাকতে হয়েছিল ৩৪ ম্যাচ পর্যন্ত। আর মিসবাহ তাদের সমান ম্যাচ জিতেছেন ৩১ টেস্টে নেতৃত্ব দিয়ে।

এর পরেই রয়েছেন ওয়াসিম আকরাম। তিনি জিতেছিলেন  ১২টি ম্যাচ। ১১টি ও ১০টি টেস্ট ম্যাচ জয় নিয়ে ইনজামাম-উল হক ও ওয়াকার ইউনুস রয়েছেন আকরামের পরে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।