নতুন করে শুরু করতে চায় ইমরুল


প্রকাশিত: ০৪:২৪ এএম, ১০ নভেম্বর ২০১৪

দেশের লাকি গ্রাউন্ড বলে খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তখন সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ দল অনুশীলনে আসবে এমন খবরে মাঠে তখন ব্যস্ততা বিসিবি’র কর্মকর্তাদেরও।

কিন্তু দীর্ঘক্ষণ পরও যখন কেউ আসছিলেন না তখন অনেকেই ভাবছিলেন ফেরার কথা। ঠিক সে সময় হাজির বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। সঙ্গে মুমিনুল, ইমরুল, শাহাদাত আর ফরহাদ রেজা। তার মানে বাংলাদেশ দলের সবাই আসেননি। বিষয়টা জানা গেল খানিক পর। বিসিবি’র এক কর্মকর্তা জানালেন, খেলোয়াড়রা ভীষণ ক্লান্ত। তাই অনেকে আসতে পারেননি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আলো-বাতাস মুশফিক বাহিনীর কাছে অনেক পুরনো। এখানকার ঘাসে কেমন শিশির জমে থাকে তাও নাকি জানা সাকিবের। মাঠে নেমেই লম্ফঝম্ফ করে প্র্যাকটিস শেষ করলেন মুশফিকরা। প্রায় এক ঘণ্টা সবাই দৌড়ালেন মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ক্যাচ প্র্যাকটিস করলেন আকাশের দিকে বল ছুড়ে।

প্র্যাকটিস শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন দীর্ঘদিন পর দলে ফেরা ইমরুল কায়েস। কথা বললেন খোলাখুলি। জানালেন ভীষণ আনন্দিত দলে ফিরে। আফসোস করলেন জয়ী ম্যাচগুলোতে থাকতে না পেরে। তবে চট্টগ্রামে যেন ভীষণ আশাবাদী মারমুখো এ ব্যাটসম্যান। অন্তত তার কথাতে সে রকমই আভাস পাওয়া গেল।

ঢাকা ও খুলনা টেস্টে আপনি ছিলেন না। চট্টগ্রাম টেস্টে সুযোগ পেলে চাপে থাকবেন নিশ্চয়? এক সাংবাদিকের এমন কথা শুনে কিছুটা গম্ভীর হলেন ইমরুল কায়েস। বললেন, আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলব। দলে সুযোগ পেলে ভাল লাগবে। চট্টগ্রাম কেন জানি আমাকে ভীষণ টানে। অনেক আত্মবিশ্বাসী করে তোলে। শ্রীলঙ্কার বিপক্ষে এখানে সেঞ্চুরি করেছিলাম।

প্র্যাকটিসে আসার আগে সেই খেলাটা মনে আসছিল বারবার। আশা করছি উইকেট ধরে রাখতে পারলে ভাল কিছু হবে। প্রশ্ন ছিল, চট্টগ্রাম টেস্টের জন্য কোন আলাদা পরিকল্পনা রয়েছে? উত্তর; না তেমন কোন প্ল্যান নেই। তবে উইকেটে টিকে থাকার চেষ্টা করবো। টেস্ট ম্যাচে উইকেটে টিকে থেকে রান বের করতে পারলে সেট হওয়া সহজ। তা ছাড়া খুলনা টেস্টে জয়ের পর আত্মবিশ্বাসটাও ভীষণ বেড়েছে।

ইমরুল আরও বলেন, এ মুহূর্তে বাংলাদেশ দল অনেক ফর্মে রয়েছে। তারা স্বাভাবিক খেলাটা খেলছে। জিম্বাবুয়ে অনেক চাপে আছে। আমরা ভাল একটা লক্ষ্য গড়ে দিতে পারলেই তাদের বেঁধে ফেলা সহজ হবে। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা প্রসঙ্গে তিনি বলেন, টার্গেট এখন তাদের ৩-০-তে হারানো। হোয়াইটওয়াশ করতে পারলে ওয়ানডেতেও আমরা অনেক এগিয়ে থাকবো।

বাংলাদেশ দলের ওপেনার শামসুর রহমান শুভ’র জায়গায় দলে ডাক পেয়েছেন ইমরুল কায়েস। ঢাকা ও খুলনা টেস্টে ভাল করতে না পারায় চট্টগ্রাম টেস্টে ইমরুলকে মূল একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। এর আগে মারমুখো এ ব্যাটসম্যান ফর্মে না থাকায় বাদ পড়েন দল থেকে।

পরে বিসিবি একাদশের হয়ে কলকাতায় সেঞ্চুরি করে আবার ফর্মে ফেরেন। ইমরুল কায়েস টেস্ট ম্যাচ খেলেছেন ১৮টি। এর মধ্যে একটি সেঞ্চুরি করেছেন, যেটি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এই চট্টগ্রামের মাঠে। অন্যদিকে ওয়ানডে খেলেছেন ৫২টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।