মিন্টুর মৃত্যুতে বিসিবির শোক


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৯ নভেম্বর ২০১৪

চলে গেলেন বাংলাদেশে ক্রীড়া ধারাভাষ্যের অন্যতম প্রবাদ পুরুষ মঞ্জুর হাসান মিন্টু। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৩ নভেম্বর স্ত্রী পারভীন হাসানকে নিয়ে আজমির শরিফ জিয়ারতের উদ্দেশে ভারতের জয়পুরে গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় হোটেলে গোসল করার সময় পা পিছলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভারতের স্থানীয় একটি হাসপাতালে মারা যান।

ধারাভাষ্যকার হলেও তরুণ বয়সে জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ছিলেন মিন্টু। এরপরই চলে আসেন ধারাভাষ্যে। নিজের মন্ত্রমুগ্ধকর কণ্ঠ দিয়ে মাতিয়েছেন পুরো অর্ধশতক। যার সর্বশেষটি ছিল মিরপুরে হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্টে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।