সাকিবের ২৭তম অর্ধশত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তা কাটিয়ে ওঠেছে বাংলাদেশ। অর্ধশত রান করেছেন সাকিব আল হাসান। আর ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৩৫ রান। ব্যাট করছেন মুশফিকুর রহিম (৪৪) ও সাকিব আল হাসান (৮৫)।
এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সফরকারী জিম্বাবুয়ে দল। খেলতে নেমে সুবিধা করতে পারেননি বাঁহাতি তামিম ইকবাল। ব্যক্তিগত ৫ রানে পানিয়াঙ্গার বলে ক্যাচ আউট হয়েছেন তিনি। তামিমের পর সাজঘরে ফিরেছেন এনামুল হক (১২)। চাতারার বলে চিগুম্বুরার তালুবন্দী হয়েছেন তিনি। আর চাতারার দ্বিতীয় শিকার হয়েছেন মাহমুদউল্লাহ (১)।
দারুণ খেলছিলেন মুমিনুল হক। তবে লম্বা সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ৩১ রানে তাকে আউট করেছেন এনউম্বু।
ওয়ানডে সিরিজের আগে টেস্টে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ৩ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। টেস্টে মুশফিকুর রহিম অধিনায়কত্ব করলেও ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে।