‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই থাইল্যান্ড যাবো’

এশিয়ান গেমস হকির বাছাই পর্ব হবে ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডে। ৯ টি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বাছাই পর্ব। সেমিফাইনালে ওঠা চার দল পাবে এশিয়ান গেমসের টিকিট।
বাংলাদেশ এই টুর্নামেন্টে টপ ফেবারিট হিসেবেই খেলতে যাবে। এশিয়ান কাপের বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ হারিয়েছিল ওমানকে। এই বাছাইয়েও ফাইনাল লড়াইটা বাংলাদেশ-ওমানই হতে পারে।
প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া রেজাউল করিম বাবু বলেছেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই থাইল্যান্ড যাবেন।
জাগো নিউজ : এশিয়ান গেমস বাছাইয়ে জাতীয় দলের অধিনায়ক মনোনীত হয়েছেন। কেমন অনুভূতি?
রেজাউল করিম : অধিনায়ক হওয়াটা গৌরবের। অনুভূতিটা সব সময়ই ভালো। তার চেয়ে বড় কথা জাতীয় দলে খেলবো।
জাগো নিউজ : এর আগে কখনো অধিনায়কত্ব করেছেন?
রেজাউল করিম : জাতীয় বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৫, ১৮) দলে অধিনায়কত্ব করেছি।
জাগো নিউজ : চাপ নাকি অনুপ্রেরণা-অধিায়কত্বটাকে কিভাবে দেখছেন?
রেজাউল করিম : আমি চাপ অনুভব করছি না। কখোনো করিও না। এটা আমার জন্য ভালো খেলার অনুপ্রেরণা।
জাগো নিউজ : আপনার অধিনায়কত্ব সতীর্থরা কিভাবে নিয়েছেন?
রেজাউল করিম : এই দলে ৭-৮ জন আছে আমার সমবয়সী খেলোয়াড়। সবাই খুশি। আর সিনিয়রদের মধ্যে জিমি ভাই। তিনি তো সবার আগে আমাকে অভিনন্দন জানিয়েছেন।
জাগো নিউজ : ৯ দলের মধ্যে চারটি যাবে এশিয়ান গেমসে। সেটা বাংলাদেশের জন্য কঠিন না। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া?
রেজাউল করিম : আমি আশাবাদী চ্যাম্পিয়ন হয়েই ফিরবো। এখানে আমাদের গ্রুপে যে তিনটি প্রতিপক্ষ আছে তার মধ্যে দুটি সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার বিপক্ষে আমরা খেলেছি এশিয়ান কাপ বাছাইয়ে।
জাগো নিউজ :ওমানতো ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ। আরেকবার দেখা হতে পারে।
রেজাউল করিম : হতে পারে। ওমানকে এক সময় বলে-কয়ে হারাতাম। এখন তো ওরা আমাদের প্রধান প্রতিপক্ষ। তাই একটা স্নায়ুচাপ কাজ করে। অথচ আমরা নিজেদের ৮০ ভাগ দিতে পারলেই ওমানকে হারাতে পারবো।
জাগো নিউজ : বাংলাদেশ আর ওমানের মধ্যে পার্থক্যটা কোথায়?
রেজাউল করিম : ওরা পরিকল্পনা নিয়ে এগিয়েছে। হয়তো স্পন্সর আছে বলে। বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে। ওটাই ওদের আলাদা করে রাখে। আমরা ওদের চেয়ে এগিয়ে এক দিকে। আমরা গড়নে ছোটমতো হলেও মুভমেন্ট ওদের চেয়ে ভালো।
জাগো নিউজ : স্পন্সর তো এখন হকি ফেডারেশনও পাচ্ছে।
রেজাউল করিম : এটা তো টুর্নামেন্ট ভিত্তিক। ডেভেলপমেন্টের জন্য আরো স্পন্সর দরকার।
জাগো নিউজ : ধন্যবাদ।
রেজাউল করিম : আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/