করোনার কারণে এশিয়ান গেমস স্থগিত করে দিলো চীন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৬ মে ২০২২

সারা বিশ্ব থেকে যখন একে একে বিদায় দিচ্ছিল মহামারি করোনাভাইরাস, তখন আবারও এই ভাইরাসটি মাথাছাড়া দিয়ে উঠেছে এর উৎপত্তি হওয়া রাষ্ট্র চীনে। এরই মধ্যে সাংহাইসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া গেমসকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে আয়োজক দেশ চীন। সেপ্টেম্বরে চীনের শহর হাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গেমসটি।

আজ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান অলিম্পিক কমিটির সঙ্গে বসেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, স্থগিত ঘোষণার সময় কোনো কারণ ব্যাখ্যা করেনি চীনা কর্তৃপক্ষ।

এশিয়ান গেমসে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এ মর্মে ঘোষণা করছে যে, ১৯তম এশিয়ান গেমস, যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হাংজুতে, ১০ থেকে ২৫ সেপ্টেম্বর- ২০২২, স্থগিত করা হলো।’

বিবৃতিতে নতুন তারিখ ঘোষণা সম্পর্কেও স্পষ্ট কিছু বলা হয়নি। সেখানে লেখা হয়েছে শুধু, ‘পরবর্তীতে ঘোষণা করা হবে।’

এশিয়ান গেমসের আয়োজক শহর হাংজু সাংহাইয়ের খুব কাছাকাছি। যেখানে গত এক সপ্তাহ ধরে কঠোর লকডাউন চলছে। ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির করোনাভাইরাস বিষয়ে জিরো টলারেন্স নীতির ফলে এমন কঠোর লকডাউন বজায় রাখা হয়েছে।

গত মাসেই আয়োজকরা জানিয়েছে, চীনের দক্ষিণের শহর এবং প্রায় ১ কোটি ২০ লাখ অধ্যুষিত হাংজুতে গেমসের জন্য ৫৬টি নতুন ভেন্যু নির্মাণ করা হয়েছে। এশিয়ান গেমস ছাড়াও এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান প্যারা গেমসও।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।