দু’ঘণ্টায় দু’বার বিশ্বরেকর্ড গড়লেন নাইজেরিয়ান অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৫ জুলাই ২০২২

সেমিফাইনালে প্রথমে ভাঙলেন পুরনো বিশ্বরেকর্ড। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে নিজের গড়া বিশ্বরেকর্ডটিকে আবারও ভেঙে দিলেন নাইজেরিয়ান নারী অ্যাথলেট টবি অ্যামুসান।

যুক্তরাষ্ট্রের ইউজেনে চলমান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোমবার ১০০ মিটার হার্ডলসে দুই বিশ্বরেকর্ডের পর সোনা জয় করেন নাইজেরিয়ান এই অ্যাথলেট। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে এই প্রথম নাইজেরিয়ার হয়ে কোনো অ্যাথলেট স্বর্ণ জয় করার রেকর্ড গড়লেন।

১০০ মিটার হার্ডলসের ফাইনালে নতুন বিশ্বরেকর্ড গড়ে অ্যামুসান দৌড় শেষ করেন মাত্র ১২.০৬ সেকেন্ডে। মাত্র দু’ঘণ্টা আগে নিজেরই গড়া বিশ্বরেকর্ড ভাঙলেন তিনি। সেমিফাইনালে ১২.১২ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন অ্যামুসান।

শুধু তাই নয়, আরও একটি রেকর্ড গড়েন তিনি এই আসরে। ১০০ মিটার হার্ডলসের হিটে প্রথমে ১২.৪০ সেকেন্ডে দৌড় শেষ করে আফ্রিকান রেকর্ড গড়েন তিনি। অবশ্য ফাইনালের পর এখন সব রেকর্ডই অতীত হয়ে গেছে।

tobi Amushan

সেমিফাইনালে অ্যামুসান ভাঙেন আমেরিকার কেন্দ্রা হ্যারিসনের ২০১৬ সালে গড়া বিশ্বরেকর্ড। সেবার হ্যারিসন বিশ্বরেকর্ড গড়েছিলেন ১২.২০ সেকেন্ড সময় নিয়ে। তার চেয়ে ০.০৮ সেকেন্ড কম সময় নিয়ে সেমিফাইনালেই রেকর্ড ভেঙে দেন অ্যামুসান।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অ্যামুসানের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যারিসন। তিনি দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন ১২.২৭ সেকেন্ড সময় নিয়ে। ফাইনালে তার দৌড়টি অবশ্য বাতিল করে দেওয়া হয়।

১২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে রুপা জিতেছেন জামাইকার ব্রিটানি অ্যান্ডারসন। একই সময় নিলেও ফটোফিনিসে তৃতীয় হয়েছেন পুয়ের্তো রিকোর জ্যাসমিন ক্যামাচো-কুইন।

বিশ্বরেকর্ড গড়ে খুশি নাইজেরিয়ার ২৫ বছরের এই স্প্রিন্টার। অ্যামুসান বলেন, ‘নিজের ক্ষমতার উপর বিশ্বাস ছিল। তবে এই প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারব, এমনটা কখনোই ভাবিনি। আমি জিততে চেয়েছিলাম। সেরা টাইমিং করতে পেরে ভাল লাগছে।’

amushan

এর আগে তার সেরা সময় ছিল ২০১৯ সালে দোহায় আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ১২.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে সেবার চতুর্থ হন অ্যামুসান। টোকিও অলিম্পিকেও চতুর্থ হয়েছিলেন তিনি। ২০১৮ কমনওয়েলথ গেমসের সোনাই ছিল তার সেরা সাফল্য। অরিয়নে বিশ্বরেকর্ডসহ সোনা জিতে অ্যামুসান ছাপিয়ে গেলেন নিজের সব রেকর্ড।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।