৭ বছরে ৫০টি পদক অর্জন
অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে ফেনী ড্রাগন কারাতে একাডেমি
ফেনীতে নানা সংকট মোকাবেলা করে কারাতে এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। জেলার কারাতে খেলোয়াডরা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রেখে চলেছেন কৃতিত্বের সাক্ষর। ৭ বছরে ৫০টি পদক অর্জন করেছে ফেনীর একমাত্র কারাতে প্রতিষ্ঠান ‘ফেনী ড্রাগন কারাতে একাডেমি।’
সংশ্লিষ্ট অফিস সূত্র জানায়, ড্রাগন কারাতে একাডেমি ২০১৫ সালে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রথম কারাতে প্রশিক্ষণ শুরু করে৷ এরপর ফেনী ক্লাব মিলনায়তনে দীর্ঘ চার বছরের মত প্রশিক্ষণের কার্যক্রম চালানো হয়। কিছুদিন গ্র্যান্ড হক টাওয়ারের বেইজমেন্ট এ প্রশিক্ষণ চলে৷

পরবর্তীতে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সহযোগীতায় শহরের খায়রুল আলম পেয়ারু জিমনেসিয়ামে প্রশিক্ষণ চলছে৷ শুরু থেকে ২৫০-৩০০ জন ছাত্র-ছাত্রী নিয়মিত-অনিয়মিতভাবে প্রশিক্ষণ গ্রহণ করে। বর্তমানে প্রায় ৩শ জন ছাত্র-ছাত্রী নিয়মিত-অনিয়মিতভাবে প্রশিক্ষণ গ্রহণ করছে৷
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে বিকাল ৬টা ও শুক্রবার সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত নিয়মিত প্রশিক্ষণ চলে৷ বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও ডব্লিউকেএফ জাজ, এশিয়া কারাতে ফেডারেশনের ও রেফারি কমিশনের সদস্য এস ইসলাম শুভর দিক নির্দেশনায় ও প্রধান প্রশিক্ষক হিসেবে এই একাডেমিটি পরিচালিত হচ্ছে। সহকারী প্রধান প্রশিক্ষক নুর উল্লা মাহফুজ, সেম্পাই নজরুল ইসলাম ও মুন্নি আক্তার এই একাডেমীতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন।

সাফল্য
ফেনী ড্রাগন কারাতে একাডেমি প্রতিষ্ঠার পর থেকে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় সাফল্য অর্জন করে চলেছে৷
২০২২ সালের ২৬ ও ২৭ জুলাই ঢাকায় ‘ইন্টারন্যাশনাল শেইশিন রিউ কারাতে প্রতিযোগিতায়’ ফেনীর ১৯ জন অংশগ্রহণ করে মোট ১৪টি পদক জয় করে।
এরমধ্যে মুন্নি, মীম, সজিব ৩টি স্বর্ণপদক, তাহারিকা, সোহান, সায়াদ, অন্তর ও রাহি একটি করে ৫টি রৌপ্য পদক এবং জেসি, জেমী, রুবাইয়াত, রাব্বি একটি করে মোট ৪টি ব্রোঞ্জ ও ফারহান ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
২০১৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ন (এসএ) গেমস এ মুন্নি আক্তার রৌপ্য পদক অর্জন করেন৷ ২০১৮ সালে নেপালে অনুষ্ঠিত ১৬তম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মহিউদ্দিন পারভেজ রৌপ্যপদক অর্জন করেন৷ ২০১৭ সালে নেপালে অনুষ্ঠিত ১৫তম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ওমর ফারুক মামুন ব্রোঞ্জ পদক অর্জন করেন৷
বিশেষ করে ফেনীর বিভিন্ন জাতীয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে নিয়মিত অংশগ্রহণ করে আসছে ড্রাগন কারাতে একাডেমির কারাতেকারা। এছাড়া এসএ গেমস, বঙ্গবন্ধু গেমসসহ জাতীয় ও বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রায় ৫০টি পদক অর্জন করেছে৷

কারাতে একাডেমিটি ফেনীর বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইমন উল হকের সার্বিক তত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন৷ এই কারাতে সংগঠনটি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজস্ব অর্থ সংস্থানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বর্তমান সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় মেয়েদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে কারাতে প্রশিক্ষণ দেয়া হয়।
ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সাধারণ সম্পাদক ইমন উল হক বলেন, ‘দুইদিন ব্যাপি ঢাকায়, ইন্টারন্যাশনাল শেইশিন রিউ কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে ফেনী ড্রাগন কারাতে একাডেমির খেলোয়াড়রা স্বর্ণসহ বিভিন্ন পদক অর্জন করে ফেনী জেলার নাম উজ্জ্বল করে। এছাড়াও সাউথ এশিয়ান (এসএ) গেমসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক খেলায় জেলার কারাতে খেলোয়াড়রা কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ।
আইএইচএস/