‘অল্পের জন্য পদক জিততে না পারাটা কষ্টের’

তিনটি রেকর্ড গড়েও তুরস্কের কোনিয়ায় চলতি পঞ্চম ইসলামী সলিডারিটি গেমসে অল্পের জন্য পদক জিততে পারেননি বাংলাদেশের নারী ভারোত্তোলক স্মৃতি আক্তার। নারীদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং টোটাল ওজনে রেকর্ড গড়ে গেমসে চতুর্থ হয়েছেন ভোলার এই ভারোত্তোলক। রোববার কোনিয়া থেকে বলছিলেন- অল্পের জন্য পদক না পাওয়াটা কষ্টের।
জাগো নিউজ : ইসলামী সলিডারিটি গেমসে আপনি নিজের সেরা পারফরম্যান্স করলেন। তিনটি জাতীয় রেকর্ড গড়েও পদকের কাছাকাছি গিয়ে থামতে হয়েছে। কেমন লাগছে আপনার?
স্মৃতি আক্তার : ধন্যবাদ। আমি তিনটি রেকর্ড গড়েও অল্পের জন্য ব্রোঞ্জ জিততে পারিনি। আসলে অল্পের জন্য পদক জিততে না পারাটা দুঃখজনক।
জাগো নিউজ : যে তিনটি জাতীয় রেকর্ড ভেঙ্গেছেন সেই তিনটিই রেকর্ডই কি আপনার ছিল?
স্মৃতি আক্তার : না। আমার দুটি রেকর্ড ছিল। স্ন্যাচে আমার পূর্বের ৬৮ কেজির রেকর্ড ভেঙ্গে ৭০ কেজি তুলেছি। আর মোট ওজনের রেকর্ড ছিল আগে ১৫২ কেজি। তার চেয়ে চার কেজি বেশি তুলেছি।
জাগো নিউজ : অন্য রেকর্ডটি কার ছিল?
স্মৃতি আক্তার : ক্লিন অ্যান্ড জার্কের রেকর্ডটি ছিল ফুলপতি চাকমার। তার রেকর্ড ছিল ৮৪ কেজি। আমি তুলেছি ৮৬ কেজি।
জাগো নিউজ : পদক জিততে না পারার প্রধান কারণ কি বলে মনে হয় আপনার কাছে?
স্মৃতি আক্তার : এই গেমস সামনে রেখে আমরা মাত্র ৫ মাস অনুশীলন করেছি। মাত্র ৫ মাস অনুশীলন করে পদকের আশা করা যায় না।
জাগো নিউজ : সামনে আমাদের এসএ গেমস আছে। ইসলামী সলিডারিটি গেমসের পারফরম্যান্স নিশ্চয়ই মনোবল বাড়াবে?
স্মৃতি আক্তার : ভালো পারফরম্যান্স সবসময় মনোবল বাড়ায়। আমি মনে করি, এসএ গেমস সামনে রেখে দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্প হলে স্বর্ণ জয়ের অবস্থায় থাকতে পারবো।
জাগো নিউজ : দেশে আপনি কোন প্রতিষ্ঠানের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন।
স্মৃতি আক্তার : আমি বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়।
জাগো নিউজ : ঘরোয়া প্রতিযোগিতায় এ পর্যন্ত আপনার সাফল্য কি?
স্মৃতি আক্তার : আমি এ পর্যন্ত জাতীয় চ্যাম্পিয়নশিপে ৩টি ও বাংলাদেশ গেমসে ১টি স্বর্ণ জিতেছি। সার্ভিসেস প্রতিযোগিতায়ও আমার ২টি স্বর্ণ আছে। আমি মোট ৫টি রৌপ্যও জিতেছি।
জাগো নিউজ : এখন আপনার লক্ষ্য কি?
স্মৃতি আক্তার : সামনে আমাদের জাতীয় চ্যাম্পিয়নশিপ আছে। এখানে আমি যে তিনটি রেকর্ড গড়লাম তা জাতীয় চ্যাম্পিয়নশিপে ভাঙ্গতে চাই।
জাগো নিউজ : আন্তর্জাতিক পর্যায়ে কোনো টার্গেট আছে?
স্মৃতি আক্তার : আছে। এশিয়ান গেমস আছে আমাদের সামনে। আমি এশিয়ান গেমসে এর চেয়েও ভালো ফলাফল করতে চাই।
জাগো নিউজ : ধন্যবাদ।
স্মৃতি আক্তার : আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/