হকির দলবদল অক্টোবরে, টাকার যোগান দেবে কে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৫ আগস্ট ২০২২

তিন বছর মাঠে গড়ায় না প্রথম বিভাগ হকি লিগ। কিছুদিন আগে বাংলাদেশ হকি ফেডারেশন লিগ শুরুর উদ্যোগ নিলেও অর্থ সংকট দেখিয়ে ক্লাবগুলো সহায়তা চেয়েছিল। কিন্তু ১২ ক্লাবকে কোত্থেকে টাকা দেবে ফেডারেশন?

তবে লিগের একটা অগ্রগতি হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা দলবদল ও লিগ শুরুর একটা প্রাথমিক সময় ঠিক করতে পেরেছেন। রোববার প্রথম বিভাগ হকি লিগ কমিটি সভা করে অক্টোবরের প্রথম সপ্তাহে দলবদল ও শেষ সপ্তাহে লিগ শুরুর একটা সিদ্ধান্ত নিয়েছে। সভায় উপস্থিত ক্লাব প্রতিনিধিরা লিগ শুরুর তারিখে একমত হলেও ফেডারেশনের কাছে অর্থ পাওয়ার দাবি ঠিকই করেছে।

করোনা পরবর্তী সময়ে সর্বশেষ যে প্রিমিয়ার হকি লিগ আয়োজন করেছিল, সেই টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন টাকা আসবে কোত্থেকে?

বাংলাদেশ হকি ফেডারেশনে সহসভাপতি ও কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘ক্লাবগুলোর সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দলবদলের সময় নির্ধারণ করা হয়েছে। লিগ সামনে রেখে বাইলজ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বাইলজের খসড়া তৈরি করে ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত করবে।’

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।