টানা জয়ে রেকর্ড ছুঁলো রিয়াল


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৮ নভেম্বর ২০১৪

চলতি চ্যাম্পিয়ন্স লীগে একমাত্র দল হিসেবে টানা ৫ জয় পেলো শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। আর এতে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ছুঁলেন সাফল্যের এক রেকর্ড। বুধবার চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের এফসি বাসেলকে ১-০ গোলে হারায় মাদ্রিদিস্তারা।

 

এটি রিয়াল মাদ্রিদের টানা ১৫তম জয়। নিজেদের ফুটবল ইতিহাসে আগে একবারই এমন সাফল্য দেখায় স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদ। ২০১১-১২ মৌসুমে কোচ হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ পায় টানা ১৫ জয়। প্রতিপক্ষ মাঠে বুধবার রিয়ালের জয়সূচক গোলটির নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এতে চ্যাম্পিয়ন্স লীগে সর্বাধিক গোলদাতার তালিকায় দ্বিতীয়স্থানে রিয়ালের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে স্পর্শ করলেন এ পর্তুগিজ স্ট্রাইকার। ইউরোপের কুলীন এ ফুটবল আসরে উভয়ের ৭১ গোল।

 

আগেরদিন রাউলের গোলের রেকর্ড ভেঙে দেন স্প্যানিশ অপর দল এফসি বার্সেলোনার লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা মেসির এতে ৭৪ গোল। বাসেলের মাঠে ম্যাচের ৩৫ মিনিটে করিম বেনজেমার দুর্দান্ত পাস থেকে গোল আদায় করেন ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো। চ্যাম্পিয়ন্স লীগে প্রতিপক্ষ মাঠে রোনালদোর এটি টানা ১১তম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।