বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়
৩২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ । সর্বশেষ আউট হয়েছেন সাকিব আল হাসান (১)। ব্যাট করছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খেলতে নেম শুরুতেই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ব্যক্তিগত ৫ রানে মাডজিভার বলে আউট হয়েছেন ওপেনার এনামুল হক।
এনামুলের পর বিদায় নিয়েছেন আরও ৩ ক্রিকেটার। সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল (১৬), ইমরুল কায়েস (৫) ও সাকিব আল হাসান (১)।
একাদশে ৩টি পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো ওয়ানডে দলে যুক্ত হয়েছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। আর দলে ফিরেছেন আবুল হাসান রাজু। আর মুমিনুল হকের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ এরই মধ্যে ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে বাংলাদেশ।