ভারোত্তোলনে সেরা মাবিয়া ও আশিক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৩ অক্টোবর ২০২২

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন আয়োজিত ৩৮তম পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা ভারোত্তোলক হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ ও ১৫তম নারী জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা ভারোত্তোলক হয়েছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত।

চার দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপ সোমবার ফেডারেশনের জিমন্যাসিয়ামে শেষ হয়েছে। পুরুষ বিভাগে আশিকুর রহমান তাজ ৫৫ কেজি ওজন শ্রেণিতে তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। তিনি স্ন্যাচে তুলেছেন ৯৯ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১২৬ কেজি। তিনি মোট ওজন তুলেছেন ২২৫ কেজি।

পুরুষ বিভাগে অন্য ৯ ইভেন্টে স্বর্ণ জিতেছেন ৬১ কেজিতে বাংলাদেশ আনসারের মোস্তাইন বিল্লাহ, ৬৭ কেজিতে বাংলাদেশ আনসারের বাকী বিল্লাহ, ৭৩ কেজিতে বাংলাদেশ আনসারের শেখ নাইম হোসেন, ৮১ কেজিতে ফায়ার সার্ভিসের সোহাগ মিয়া, ৮৯ কেজিতে বাংলাদেশ আনসারের সাখাওয়াত হোসেন, ৯৬ কেজিতে বাংলাদেশ আনসারের আমিনুল ইসলাম, ১০২ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর জিয়ারুল ইসলাম, ১০৯ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং +১০৯ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর আশিক মন্ডল শিবু।

মেয়েদের বিভাগের সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ৬৪ কেজি ওজন শ্রেণিতে একটি রেকর্ডসহ স্বর্ণ জিতেছেন। তিনি স্ন্যাচে তুলেছেন ৭৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১০২ কেজি। তিনি মোট তুলেছেন ১৭৭ কেজি।

মেয়েদের বিভাগে অন্য ৯ ইভেন্টে স্বর্ণ জিতেছেন ৪৫ কেজিতে বাংলাদেশ সেনাবাহনীর মনি, ৪৯ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনী মারজিয়া আক্তার ইকরা, ৫৫ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর স্মৃতি আক্তার, ৫৯ কেজিতে বাংলাদেশ আনসারের ফাহিমা আক্তার ময়না, ৭১ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর মনীরা কাজী, ৭৬ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তা, ৮১ কেজিতে বাংলাদেশ আনসারের জহুরা খাতুন নিশা, ৮৭ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন এবং +৮৭ কেজিতে বাংলাদেশ আনসারের সোয়াইবা রহমান রাফা।

প্রতিযোগিতার দলগত চ্যাম্পিয়ন হয়েছে পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার। তারা পেয়েছে ৫ স্বর্ণ, ৩ রৌপ্য ও ১ তাম্র। নারী বিভাগে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা পেয়েছে ৬ স্বর্ণ ৩ রৌপ্য।

পুরুষ বিভাগে সেরা কোচ হয়েছেন বাংলাদেশ আনসারের বিশ্বাস আনিসুর রহমান ও মেয়েদের বিভাগে সেরা কোচ হয়েছেন শাহরিয়া সুলতানা সূচি। 

আরআই/এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।