জিয়াউদ্দিন আলমের কথায় গাইলেন তুষার
ভালবাসা দিবসে জিয়াউদ্দিন আলম ফিচারিং ‘গল্প কথা’ নামে একটি সম্পূর্ণ নতুন আঙ্গিকের মিশ্র আলবাম বাজারে আসছে। আলমের কথায় এবং শাহরিয়ার রাফাতের সুর-সংগীতায়োজনে অ্যালবামটির গানে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী হাসনাত তুষার।
তুষার ছাড়াও অ্যালবামটিতে আরো গান করেছেন দেশসেরা কয়েকজন জনপ্রিয় শিল্পীরা।
এ প্রসঙ্গে হাসনাত তুষার বলেন, ‘অ্যালবামটিতে ‘হারিয়ে যাওয়া’ শিরোনামের গানটিতে আমি কণ্ঠ দিয়েছি। চমৎকার কথা ও সুরের মিশ্রণে গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের কাছে আসছে। আশা করি সবার ভালো লাগবে।’
এনই/এলএ/আরআইপি