কুমিল্লায় ভুয়া কর্নেলসহ ৩ প্রতারক গ্রেফতার


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লায় একটি আবাসিক হোটেল থেকে ভুয়া কর্নেলসহ ৩ সদস্যের একটি প্রতারক চক্রকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার একাধিক লোকের চাকরির ভুয়া নিয়োগপত্রসহ কাগজপত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত এই প্রতারক দলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিলাস হোটেলে কর্নেল পরিচয়ে কয়েকজন প্রতারক শ্রেণির লোক থেকে আসছিল। তারা মানুষকে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে- এমন খবর পেয়ে জেলা ডিবি পুলিশের একটি দল বুধবার অভিযান চালায়। এসময় ওই হোটেলের ১১৪নং কক্ষ থেকে মিজানুর রহমান ওরফে কর্নেল মিজান, কবির হোসেন ও ছামিয়া আক্তারকে আটক করা হয়।

এ ব্যাপারে এসআই শাহ কামাল আকন্দ বাদী হয়ে বুধবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সহিদুল ইসলাম জানান, ওই প্রতারক চক্রের অপর সদস্যদের ধরতে ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।