মানসম্মত উচ্চশিক্ষা রক্ষাকরণে সরকার চেষ্টা করছে


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

মানসম্মত উচ্চশিক্ষা রক্ষাকরণে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, শিক্ষার মান উন্নয়নকল্পে উন্নত বিশ্বের বিভিন্ন সংস্থা ও অনুদান প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্নভাবে সহযোগিতা গ্রহণ করে আসছে। এ বিষয়ে সবার সহযোগিতা থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আব্দুল মান্নান বলেন, উচ্চ শিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ও তাদের ছাত্রসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তারা কেবল মার্কেট সংশ্লিষ্ট চাহিদা অনুযায়ী বিষয়াদির পাঠদান চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মূল উদ্দেশ্য রক্ষা করতে হলে জাতীয় চাহিদার নিরিখে ও বিশ্ব মোকাবিলায় স্থান পেতে যে সব বিষয়াদি নিয়ে জ্ঞানচর্চা অতি প্রয়োজন সেই নিরিখে কোর্স ও বিষয়াদি চালু করা একান্ত দরকার। উচ্চশিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে এআইইউবি গবেষণামূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে। তিনি আশা করেন এটা তারা আরো জোরদার করবেন এবং ছাত্র-ছাত্রীকেও গবেষণা কার্যক্রম বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করবেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় ও কর্মকাণ্ডে জবাবদিহিতা থাকা বাঞ্চনীয়। আইন অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান হলেও সহনীয়ভাবে টিউশন ফি ধার্য করা বাঞ্চনীয় বলে মনে করেন তিনি।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদূত মিস হানি ফাগ্লু এসকেজেয়ার, এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, ভাইস চ্যান্সেলার ড. কারমেন জেড ল্যামাগনা প্রমুখ।

সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ২৫১৭ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে পারদর্শীতা ও সর্বোত্তম ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা পদক প্রদান করা হয়।

এনএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।