জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার ২৯ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করেছেন। এ কে এম আশরাফুজ্জামান খানকে সভাপতি (ভারপ্রাপ্ত) ও মো. জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি পুনর্গঠন করেন তিনি।
কমিটিতে আব্দুল আজিজ, আবুল খায়ের ভূঁইয়া, দ্বীন ইসলাম বেপারী, মো. আব্দুল কুদ্দুস, মো. জসিম, আশরাফুল আলমকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া শেখ মোহাম্মদ শান্ত, মোঃ ইউনুছ মৃধা, মিজান তালুকদার, আব্বাছ আলী মন্ডলকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হরা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, মো. আব্দুস সামাদ, মো. আনোয়ারুল আরিফিন; সাংগঠনিক সম্পাদক মো মনির হোসেন, আলমগীর হোসেন তালুকদার, মো. তোফাজ্জেল হোসেন তোফা, শহিদুল আলম শহিদ, প্রচার সম্পাদক কামরুজ্জামান খান, অর্থ সম্পাদক আ. মাজেদ, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রাজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহীন চৌধুরী, আইন ও দরকষাকষি সম্পাদক মো. মমতাজ উদ্দিন মজুমদার, শিক্ষা গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. বেলায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তালেব, মহিলা বিষয়ক সম্পাদিকা জনাবা শাহিদা আফাজ এবং মো আশ্রাফ উদ্দিন তালুকদার বাচ্চু এবং আবু হানিফ সিকদারকে সদস্য করা হয়েছে।
এএম/একে/বিএ