রোনালদোকে বার্সায় স্বাগত জানাবেন নেইমার


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

নেইমার ডি সিলভা আর ক্রিশ্চিয়ানো রোনালদো রসায়ন তাহলে বেশ জমে উঠেছে। দু`জন দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের সদস্য। অথচ রোনালদো প্রশংসায় ভাসাচ্ছেন নেইমারকে। আর নেইমারও প্রশংসা করছেন রোনালদোর। বিষয়টা খুবই কৌতুহলী করে তুলেছে ভক্তদের। রোনালদো বলেছেন, নেইমার মেসির মতই নিখুঁত। নেইমার বলছেন, তিনি বার্সেলোনায় রোনালদোকে স্বাগত জানাতে প্রস্তুত।

রোনালদোর খেলায় মুগ্ধ নেইমার। তার খেলা উপভোগ করেও জানালেন ব্রাজিল অধিনায়ক। তার সঙ্গে একই ক্লাবে খেলতেও চান। তবে রিয়ালে নয়, নিজের ক্লাব বার্সেলোনায়। পর্তুগালের দৈনিক আ বোলাকে নেইমার জানিয়েছেন, বার্সেলোনার আক্রমণত্রয়ীর সঙ্গে রোনালদো যোগ হলে তাকে স্বাগত জানাবেন তিনি। আমি ক্রিশ্চিয়ানোর খুব ভক্ত; তিনি একজন কিংবদন্তি; তার মতো আর কেউ নেই। তিনি বার্সেলোনার হয়ে খেললে খুব ভালো লাগতো।`

রোনালদোকে কেনার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে ঘুরছেন ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি আর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অনেক দিন ধরেই গুঞ্জন চলছে এ নিয়ে। তবে রিয়াল কোনভাবেই তাকে পেতে চায় না। অন্যদিকে নেইমারকে নিয়ে গুঞ্জন চলছে, স্পেনের সফলতম ক্লাব রিয়ালও তাকে পেতে চায়।

বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা এ মৌসুম শেষে বায়ার্ন থেকে যাচ্ছে ম্যানচেস্টার সিটিতে। আর হোসে মরিনহো  ম্যানইউর দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন চলছে। অনেকেই ধারণা করছেন, ভবিষ্যতে নেইমার এই দুই কোচের কোনো একজনের অধীনেই খেলতে পারেন।

এই দুই কোচ সম্পর্কে নেইমার বলেন, `আমি তাদের দুজনকেই পছন্দ করি। কিছু দিন থেকে আমি তাদরে দুজনের পথ অনুসরণ করছি। কিন্তু আমার কোচ লুইস এনরিকে এবং আমি বার্সেলোনার পক্ষেই বলব।`

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।