টেনিসের বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশ

ঢাকার রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে চলতি আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বালক দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের জাওয়াদ-তুষার ঝুটি ৬-৪, ১-৬, ১০-৮ গেমে প্রতিপক্ষ মিয়ানমারের সার সেই-দার জুটিকে পরাজিত করেছে। অপর সেমিফাইনালে পাকিস্তানের রোমান ও তালহা জুটি ৬-০, ৬-১ গেমে প্রতিপক্ষ মালদ্বীপের নাজিহ-নিয়াজ জুটিকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-২ গেমে মায়ানমারের থাই হায়াত মিন্টকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বালক এককের সেমিফাইনালে পাকিস্তানের হামজা রোহান ৬-১, ৬-২ গেমে চাইনিজ তাইপের ইয়েন লিওকে এবং পাকিস্তানের আবুবকর তালহা ৬-৪, ৬-৩ গেমে চাইনিজ তাইপের শাও-চি ছুকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
শুক্রবার বেলা ১২ টায় বালক দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে। বালক এককের ফাইনাল সকাল ৯ টায় ও বালিকা দ্বৈতের ফাইনাল বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে।
আরআই/আইএইচএস/