‘বিশ্বকাপেও খেলা সম্ভব’

ওমানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকিতে। ওমানের মাসকাটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেই বাংলাদেশ নিশ্চিত করেছিল জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলা। মে মাসে ওমানেই অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ। এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা চার দেশ অংশ নেবে পরের বছর অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ হকিতে।
মাসকাটে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল ডিফেন্ডার আমিরুল ইসলামের। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট ১৭ বছরের এই কিশোর ওমানে গোল করেছেন ৯টি। এর মধ্যে গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষেই ৫ গোল করেছেন তিনি।
দেশে ফিরে তরুণ এই ডিফেন্ডার বলেছেন তিন মাস সময় আছে। আমরা একটু চেষ্টা করলে যুব বিশ্বকাপেও খেলা সম্ভব।
জাগো নিউজ: ওমানে এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন। ফাইনাল জিততে বেশ বেগ পেতে হয়েছে। কেমন ছিল ফাইনাল?
আমিরুল ইসলাম: আমরা নির্ধারিত সময়েই জিততে পারতাম। তবে গোল মিস হয়েছে। অন্তত তিনটি গোল আমরা পেতে পারতাম নির্ধারিত সময়ে।
জাগো নিউজ: আপনার কি এটাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট?
আমিরুল ইসলাম: ২০১৯ সালে সিরিজ খেলতে ওমান এসেছিল বাংলাদেশে। ওই সিরিজে আমি খেলেছি। তবে কোন গোল ছিল না। এবারই প্রথম বিদেশি কোন দলের বিপক্ষে গোল করলাম।
জাগো নিউজ: আপনি তো বিকেএসপির শিক্ষার্থী। ক্লাব হকিতে খেলার অভিজ্ঞতা আছে?
আমিরুল ইসলাম: সর্বশেষ প্রিমিয়ার লিগে আমি মোহামেডানে খেলেছিলাম। আর ফ্রাঞ্চাইজি লিগে খেলেছিলাম সাইফ পাওয়ার খুলনার হয়ে। লিগে ৩টি গোল করেছিলাম। তবে ফ্রাঞ্চাইজি লিগে গোল পাইনি।
জাগো নিউজ: প্রিমিয়ার লিগ খেলেছেন, ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন। ওমানে কি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট?
আমিরুল ইসলাম: না। পুরোপুরি সন্তুষ্ট নই। আমার আরো ভালো খেলা উচিত ছিল।
জাগো নিউজ: সমস্যা কি ছিল? কেন নিজের মতো করে খেলতে পারেননি?
আমিরুল ইসলাম: আসলে ওমানের ওই মাঠের টার্ফটা একটু পুরনো। বেশ ফাস্ট ছিল। যে কারণে, আমার খেলতে একটু সমস্যা হয়েছে।
জাগো নিউজ: আশরাফুল ইসলামতো এখন দেশের অন্যতম সেরা পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। তার খেলা কি অনুসরণ করেন?
আমিরুল ইসলাম: আমরা এক ক্লাবে খেলেছি। তিনি আমাদের অনেক শিখিয়েছেন। সুযোগ পেলেই আমি আশরাফুল ভাইয়ের কাছ থেকে টিপস নিই।
জাগো নিউজ : বলছিলেন একটু চেষ্টা করলে যুব বিশ্বকাপে খেলা সম্ভব। আসলেই কি সম্ভব? এই দলকে নিয়ে কি আশাবাদী হওয়া যায়?
আমিরুল ইসলাম : আমাদের এই দলটি খুবই স্পিডি। মে মাসে টুর্নামেন্ট। এখনো বেশ সময় আছে। আমরা যদি যথাযথ অনুশীলন করতে পারি তাহলে যুব বিশ্বকাপে খেলা সম্ভব।
জাগো নিউজ : ধন্যবাদ।
আমিরুল ইসলাম : আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/