অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জকোভিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩

সেমিফাইনালের অন্য তিনজন আগেই নির্ধারণ হয়ে গিয়েছিলো। বাকি ছিলো শুধু একটি জায়গা। সেখানে কে খেলবেন? সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ না রাশিয়ান তারকা আন্দ্রে রোভলেন?

রেড লেভার এরেনায় আজ দুপুরে অনুষ্ঠিত হয়ে গেলো কোয়ার্টার ফাইনালের সে লড়াইও। যেখানে সরাসরি সেটে জকোভিচের কাছে বিধ্বস্ত হলেন রাশিয়ান আন্দ্রে রোভলেন। ৬-১, ৬-২, ৬-৪ সেটে রোভলেনকে হারালেন বিশ্বসেরা তারকা জকোভিচ।

সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন মার্কিন তারকা টমি পলের। যিনি আজ আগের ম্যাচে উঠতি তারকা বেন শেলটনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন। শেল্টনকে ৭-৬ (৮-৬), ৬-৩, ৫-৭ এবং ৬-৪ সেটে পরাজিত করেন টমি পল।

মাঠে নামার আগে ইনজুরি শঙ্কায় ছিলেন নোভাক জকোভিচ। হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে পড়ে তার এবারের অস্ট্রেলিয়ান ওপেন প্রায় শেষই হয়ে যেতে লাগছিলো। অস্ট্রেলিয়ান টেনিস লিজেন্ড প্যাট ক্যাশ এবং একজন শীর্ষ ডাক্তার স্বীকার করেন, জকোভিচের ইনজুরি খুব সিরিয়াস ধরনের ছিলো।

এবারের টুর্নামেন্টের প্রায় পুরোটাই জকোভিচের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিলো। যেখানে ব্যান্ডেজ বেধে খেলতে দেখা যায় তাকে। আজও জকোভিচ এই ইনজুরি নিয়ে খেলতে নেমে বাজিমাত করলেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।