সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ১০:৪০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লিটন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে মহানগর পুলিশের জালালাবাদ থানার হাউসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটনের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। তিনি অটোরিকশা যাত্রী বলে জানা গেছে। এঘটনায় আর ৫ জন আহত হয়েছেন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে প্রেরণ করে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করেছে।

ছামির মাহমুদ/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।