জামিন পেলেন পাকিস্তানের কোহলি ভক্ত


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

উমর দারাজ। বিরাট কোহলির পাকিস্তানি ভক্ত। পাকিস্তানে নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে গ্রেফতার হয়েছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচের দিনই জামিন পেলেন বিরাট কোহলির পাকিস্তানি এই ভক্ত।

গত ২৬ জানুয়ারি বিরাট কোহলির সমর্থনে পাকিস্তানে নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে জেলে চলে যেতে হয়েছিল উমর দরাজকে। সেই সময় অস্ট্রেলিয়ায় টি২০ টুর্নামেন্ট খেলতে ব্যাস্ত ছিল ভারতীয় দল। ভারত জিতেছিল ও বিরাট কোহলি ৯০ রান অপরাজিত ছিলেন। তাতেই আনন্দে এমন কাজ করে ফেলেছিলেন উমর।

এমন শোনা যাচ্ছিল ১০ বছর পর্যন্ত জেলও হতে পারে তার। পাকিস্তানের পাঞ্জাবের অন্তর্গত ওকারা জেলা আদালত শুক্রবার তাকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়; কিন্তু একজন দর্জি এত টাকা জরিমানা আদৌ কতটা দিতে পারবেন সেটাই বড় প্রশ্ন।

উমর দারাজ গ্রেফতার হওয়ার পর বার বার একই কথা বলেছেন, ‘আমি বিরাট কোহলির ভক্ত। তাই আনন্দ করেছি। আর কোহলির জন্যই আমি ভারতীয় দলকে সমর্থন করি। এটা শুধুই কোহলি আর তার দলের প্রতি ভালবাসা।’ পরে তার ঘরে গিয়েও দেখা যায় দেওয়ালে বিরাট কোহলির পোস্টারেই ভর্তি। তাও তাকে ছাড় দেওয়া হয়নি। এটা যে অপরাধ হতে পারে সেটা জানতেনই না উমর।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।