পিছিয়ে থেকেও চেলসির জয়


প্রকাশিত: ০৬:০৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

ক্রমেই নিজেদের ফিরে পেতে শুরু করেছে প্রিমিয়ার লিগে বাজে মৌসুম শুরু করা চেলসি। সাউথ্যাম্পটনের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে ব্লুজরা।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলতে থাকে সাউথ্যাম্পটন। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪২ মিনিটে  আয়ারল্যান্ডের ফরোয়ার্ড শেন লং গোল করে দলকে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। ফলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফেরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। ম্যাচের ৭৫ মিনিটে সেস ফাব্রেগাসের গোলে সমতা ফেরায় ব্লুজরা। দিয়েগো কস্তার বলে ফাব্রেগাস ঠিক শট নয়, ক্রসের মতো দিয়েছিলেন; তা আটকাতে দোটানায় থাকা সাউথ্যাম্পটনের গোলরক্ষককে বোকা বানিয়ে ঠিকানা খুঁজে নেন ফাব্রেগাস।
 
ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন চেলসির ইভানোভিচ। এই ডিফেন্ডারের গোলেই চলতি লিগে নবম জয় নিয়ে মাঠ ছাড়ে হিডিংকের দল। এ জয়ে পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে উঠে এসেছে ব্লুজরা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।