কেকেআর এর পরামর্শক ক্যালিস
আইপিএল এর পরের আসরে নতুন ভূমিকায় পাওয়া যাবে জ্যাক ক্যালিসকে। কলকাতা নাইট রাইডার্সের সেরা অলরাউন্ডার আইপিএল আটে না খেললেও, দলের সঙ্গেই থাকছেন মেন্টর ও ব্যাটিং পরামর্শদাতা হিসেবে।
ক্যালিসের সঙ্গে কেকেআর এর নতুন দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। ফলে ট্রেভর বেলিস, ওয়াসিম আকরাম ও বিজয় দাহিয়ার কোচিং বিভাগে যুক্ত হলেন ক্যালিস। ক্যালিস এক প্রেস বিবৃতি মারফত জানিয়েছেন, ‘শেষ চার বছর ধরে কেকেআর এর সঙ্গে আমি যুক্ত। কেকেআর আমার কাছে পরিবারের মতোই। এই কয়েক বছরে দলের ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের সঙ্গে আমার দারুণ সম্পর্ক হয়ে গিয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে, কেকেআর`কে দু’বার আইপিএল জিততে সাহায্য করতে পেরেছি। শেষ কয়েক বছর ধরেই আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনা-চিন্তা করছিলাম। তাই কেকেআর এর পক্ষ থেকে নতুন দীর্ঘমেয়াদি চুক্তির প্রস্তাব দিতেই লুফে নিলাম। এখানে আমি মেন্টর ও ব্যাটিং পরামর্শদাতা হিসেবে থাকছি। নতুন কাজের জন্য মুখিয়ে আছি।’
২০১১ সালে কেকেআর এ যোগ দিয়েছিলেন ক্যালিস। ওই বছর টিমের সেরা ব্যাটসম্যান হয়েছিলেন ক্যালিস। পরের দু’বছরও চুটিয়ে খেলেছেন তিনি। তবে এই বছর কালিসকে পরিচিত ছন্দে পাওয়া যায়নি। সদ্যই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি অলরাউন্ডার। ক্যালিসকে মেন্টর হিসেবে পেয়ে কেকেআর আরও ভালো পারফর্ম করবে বলেই আশা করা যায়।