দুই শিশু হত্যার ঘটনায় সৎ ভাই গ্রেফতার
কুমিল্লার ঢুলিপাড়া এলাকায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি সৎ ভাই মো. আল সফিউল ইসলাম ছোটনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মোবাইল ফোন ট্র্যাক করে ঘাতক ছোটনের অবস্থান নির্ণয় করা হয় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই মো. সহিদুল ইসলামসহ পুলিশের একটি দল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ টুইন টাওয়ারের সামনে থেকে ঘাতক ছোটনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পুলিশকে জানায়, সে একাই দুই শিশুকে রশি দিয়ে বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করে আত্মগোপন করে।
উল্লেখ্য, ঢুলিপাড়া এলাকায় গত শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎ ভাই সফিউলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গত রোববার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। মামলার বাদী শিশু দুটির মা রেখা বেগম। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিল। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র।
কামাল উদ্দিন/এসএস/এমএস