বিশ্বকাপে ভারতের কাছে হেরে ইরানের সামনে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০২ মার্চ ২০২৩

বিশ্বকাপে অংশ নিতে ইরান যাওয়ার আগে বাংলাদেশ যুব কাবাডি দলের অধিনায়ক উজ্জাপন চাকমা বলেছিলেন, আমরা ব্রোঞ্জ পদক ধরে রাখার চেষ্টা করবো। তবে গ্রুপিং কেমন হয়, তার ওপর অনেক কিছু নির্ভর করবে।

সেই গ্রুপিংই পদক ধরে রাখার চ্যালেঞ্জটা কঠিন থেকে কঠিনতম করে দিয়েছে বাংলাদেশের জন্য। ভারত যখন বাংলাদেশ গ্রুপে পড়ে, তখনই আশঙ্কা করা হয়েছিল সেমিফাইনালে ওঠা কঠিন হবে।

গ্রুপ ম্যাচে থাইল্যান্ডকে ৬৯-৪৩ পয়েন্টে হারানোর পর বুধবার রাতে বাংলাদেশ বিশাল ব্যবধানে ৭৪-২৩ পয়েন্টে হেরেছে ভারতের কাছে। এক ম্যাচ জিতে এবং এক ম্যাচ হেরে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশ। যে কারণে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদশকে খেলতে হবে স্বাগতিক ইরানের বিপক্ষে।

প্রথম যুব বিশ্বকাপ কাবাডির চ্যাম্পিয়ন ইরান। সেবার ভারত ছিল না। দ্বিতীয় আসরে ভারত অংশ নেওয়ায় শিরোপার লড়াই বেশ জমবে। শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইরান। তাই ধরেই নেওয়া যায় শেষ আটেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ইরানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।