বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

শুক্রবার সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৯ মার্চ ২০২৩

তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা। সকাল ৮.১০ মিনিটে আর্জেন্টিনার কাবাডি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে জানা গেছে।

১৩ থেকে ২১ মার্চ পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরু হবে ১২ জাতির এই টুর্নামেন্ট। অংশ নেবে বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে। চারটি দেশ বেশি অংশ নিচ্ছে তৃতীয় আসরে।

আর্জেন্টিনার মধ্যে দিয়ে শুক্রবার সকালে অতিথি দলগুলোর ঢাকায় আসা শুরু হবে। ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।