জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা আর্জেন্টিনার

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে ঢাকায় আসা বিদেশি দলগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। রোববার সকালে মেসির দেশ আর্জেন্টিনাসহ ৫টি দল ধানমন্ডি ৩২ নম্বরে গিয়েছিল। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে তারা।
আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকায় আসা দলটির কোচ রিকার্ডো আকুনির নেতৃত্বে আর্জেন্টিনা দল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
রোববার জাতির পিতাকে শ্রদ্ধা জানানো অন্য চারটি দল হচ্ছে- চাইনিজ তাইপে, মালয়েশিয়া, পোল্যান্ড ও নেপাল। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আগে দলগুলোর কোচ, খেলোয়াড়, কর্মকর্তারা বঙ্গবন্ধুর বাসভবন (বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর) পরিদর্শন করেন।
শনিবার ৩২ নম্বরে গিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়েছিল ইরাক ও কেনিয়া দল। আগামীকাল সোমবার বাকি দলগুলোর জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর কথা।
বাংলাদেশসহ ১২ দল নিয়ে পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে চলছে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট।
আরআই/আইএইচএস/