দুরন্ত স্পোর্টস গ্যালারির ক্রীড়া উৎসব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৭ মার্চ ২০২৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ক্রীড়া উৎসবের আয়োজন করেছে দুরন্ত স্পোর্টস গ্যালারি। রোববার (২৬ মার্চ) রাজধানীর মিরপুরের ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি অ্যান্ড স্কুলে এ উৎসবের আয়োজন করা হয়।

‘ক্রীড়া শক্তি ক্রীড়ায় বল, ক্রীড়া চর্চায় বাড়ে মনোবল’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রিন্সিপাল ড. থমাস হৃদয় বাড়ই। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অব সেলস মো. কামাল হোসেন, মো. মিজানুর রহমান, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো. মুশফিকুর রহমান, অপারেশন হেড রাশেদুল হক, স্পোর্টস ক্যাটাগরির রিয়াজুল হক, উইলিয়াম সরকার, এমরান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উৎসবে শিক্ষার্থীদের জন্য ছিল বিভিন্ন ধরনের স্পোর্টস চ্যালেঞ্জ। এতে অংশ নিয়ে তারা ব্যাপক আনন্দ উপভোগ করে। শিক্ষার্থীদের দুরন্ত স্পোর্টস গ্যালারির খেলাধুলার সরঞ্জাম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন হেড অব সেলস মো. কামাল হোসেন।

ঢাকা ও ঢাকার বাইরে স্কুল-কলেজে ক্রীড়া উৎসব আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রয়োজনীয়তা ও সুবিধা তুলে ধরার চেষ্টা করে হবে বলে জানায় দুরন্ত স্পোর্টস গ্যালারি।

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।