আবারও শেখ জামালের ত্রাতা ফজলে রাব্বি
আবার শেখ জামালের ত্রাতা ফজলে রাব্বি। ঠিক আগের খেলায় ব্রাদার্সের বিপক্ষে শতরান করা এ টপ অর্ডার আজ বিকেএসপি ৪ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলেছেন ৯১ রানের এক দায়িত্বশীল ইনিংস।
সতীর্থ ব্যাটারদের মধ্যে সাইফ হাসান (১), সৈকত আলী (১১), রবিউল (৩), অধিনায়ক নুরুল হাসান সোহান (১) ও তাইবুর পারভেজ (২) কিছুই করতে পারেননি। এর মধ্যে ফজলে মাহমুদ রাব্বি চার নম্বরে নেমে দায়িত্ব কাঁধে নেন।
দেখেশুনে ১০৮ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৯১ রানের ইনিংস খেলে শেখ জামালকে দুশোর দোরগোড়ায় পৌঁছে দেন। ৯ উইকেটে ১৯৬ করে দলটি।
পরে ৪ বোলার এবাদত হোসেন, পারভেজ রসুল, আরিফ ও মৃত্যুঞ্জয় চৌধুরী এটাকেই জয়সূচক পুঁজিতে রূপান্তরিত করেন। ম্যাচটি ৫৫ রানে জিতে জয়রথ সচল রাখে চ্যাম্পিয়ন শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ১৯৬/৯ (সাইফ হাসান ১, সৈকত আলী ১১, রবিউল ৩, ফজলে মাহমুদ রাব্বি ৯১ অপরাজিত, সোহান ৫, তাইবুর ২, পারভেজ রসুল ১৫, জিয়া ২৭, মৃত্যুঞ্জয় ১৯, আরিফ ৯, এবাদত ১ অপরাজিত; মেহেদি হাসান রানা ৩/৩১, ফরহাদ রেজা ২/২৮, হাসান মুরাদ ২/৪৬)
শাইনপুকুর: ৪১.৫ ওভারে ১৪১/১০ (শামসুর রহমান শুভ ২৯, পিয়াঙ্ক পাঞ্চাল ১৪, অমিত হাসান ২১, আমিনুল বিপ্লব ২২, ফরহাদ রেজা ২৯; এবাদত ২/৩১, আরিফ ২/২০, পারভেজ রাসুল ২/৯, মৃত্যুঞ্জয় চৌধুরী ২/৩১)।
ফল: শেখ জামাল ৫৫ রানে জয়ী।
এআরবি/এমএমআর/এমএস