টুর্নামেন্ট সেরা সাব্বির রহমান


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৬ মার্চ ২০১৬

এবারের এশিয়া কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের হার্ট-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। টুর্নামেন্টের মূল পর্বের লড়াইয়ে সাব্বির পাঁচ ম্যাচে করেছেন ১৭৬ রান।

ফাইনালে এসে ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন এই হার্ট-হিটার। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে দুর্দান্ত ব্যাট করে করেছিলেন টুর্নামেন্ট সেরা ৮০ রানের একটি অতিমানবীয় ইনিংস।

বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হয় সাব্বির রহমানকে। কেন বলা হয় তার প্রমাণ করলেন এবারের এশিয়া কাপে।

এদিকে কোয়ালিফাইং রাউন্ড ছাড়া মূল পর্বের লড়াইয়ে এবারের এশিয়া কাপের সেরা বোলার হয়েছেন আরেক বাংলাদেশি বোলার আল-আমিন হোসেন।

এর আগে, ২০১২ সালের এশিয়া কাপে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সেবারও রানার আপ হয়েছিল বাংলাদেশ।

রোববার এশিয়া কাপের ১৩তম আসরের ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ। এবার দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলল টাইগাররা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।