ওমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত বাংলাদেশের সামিন

বুধবার ওমানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও খেলেছেন মেহরাব হাসান সামিন। পরে প্রচণ্ড জ্বর উঠলে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হলে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশ জুনিয়র হকি দলের এই খেলোয়াড়।
ওমানের সালালাহ থেকে বাংলাদেশ যুব দলের প্রধান এহসান রানা জাগো নিউজকে বলেন, ‘সামিন এখন হোটেলেই আছে। খেলোয়াড়রা যে হোটেলে থাকে তার নিচতলায় হাসপাতাল। যে কারণে, তাকে ডাক্তারের নির্দেশনামতে হোটেলেরুমেই রাখা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা চলছে। জ্বর কখনো কমে, আবার কখনো বৃদ্ধি পায়। এখন একটু ভালো আছে।’
সামিন একাদশের খেলোয়াড়দের একজন। ওমানের বিপক্ষে জ্বর নিয়েই খেলেছিলেন দ্বিতীয় কোয়ার্টার থেকে। সামিন দলে না থাকাতে সমস্যা হবে কিনা সে প্রসঙ্গে এহসান রানা বলেন, ‘সামিন আমাদের একাদশের খেলোয়াড়। তাকে নিয়ে কোচের অবশ্যই আলাদা পরিকল্পনা ছিল। তবে চিন্তার কারণ নেই। আমাদের হাতে বিকল্প খেলোয়াড় আছে। অসুখের ওপর তো আর কারোর হাত নেই। সামিনকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি।’
জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচ খেলবে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
আরআই/এমএমআর/জেআইএম